অলঙ্করণ নয়, নগর জীবনের জীবনযাত্ৰার পূর্ণাঙ্গ সমাধান

ইন্টেরিয়র ডিজাইন স্থাপত্য বিষয়ক মাসিক প্রকাশনা বন্ধন ইস্যু ৭৪। লেখকঃ স্থপতি শফিক রাহমান ও ফারজানা চৌধুরী নূপুর

ইন্টেরিয়র ডিজাইন কোনোভাবেই শুধু নান্দনিক অন্দরসাজ কিংবা উচ্চাভিলাষ নয়। প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভবনের অভ্যন্তরীণ ব্যবহারকে অনেক বেশি কার্যকর ও ব্যবহারকারীর জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলা। ইন্টেরিয়র ডিজাইনের মূল উদ্দেশ্য। এটি একটি বিজ্ঞানভিত্তিক, বাস্তবসম্মত নাগরিক জীবন সমাধান। একটি বাসস্থানের ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে এর বাসিন্দাদের ব্যক্তিত্ব, রুচি, শিক্ষা বা সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। বাংলাদেশের প্রেক্ষিতে ইন্টেরিয়র ডিজাইন বা অভ্যন্তরীণ নকশার ধারণা তুলনামূলকভাবে নতুন এক ভাবনা। আর যেকোনো নতুন ধারণার ক্ষেত্রে সচরাচর যা হয়, এটিও তেমনই আবস্থা এবং সাধারণ মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। একজন সচেতন স্থপতি বা ইন্টেরিয়র ডিজাইনারই পারেন তাঁর ক্লায়েন্টের প্রয়োজন এবং কল্পনা অনুযায়ী সীমিত বাজেটে রুচিসম্মত একটি পরিকল্পনা করে তার বাস্তবায়ন করতে।


ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজনীয়তা ও কার্যকর ডিজাইনের পিছনে আর্কিটেক্ট এর ভূমিকা নিবন্ধটিতে তুলে ধরেন স্থপতি শফিক রাহমান ও ফারজানা চৌধুরী নূপুর।