An article titled “স্থপতি এবং স্থাপত্য গড়ার কারিগর শফিক রাহমান” Featured Architect Shafique Rahman in আনন্দ আলো, সংখ্যা ২১, ১৬-৩১ মার্চ ২০১৯.

দেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের প্রতি মমত্ববোধ নিয়ে আধুনিক স্থাপত্য শিল্পেযারা দেশের জন্য কাজ করে চলেছেন তাদের মধ্যে অন্যতম শফিক রাহমান। ২০১২ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগ থেকে ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে তিনি সাসটেইনেবল ডিজাইন এর ওপর মাস্টার্স সম্পন্ন করেন অস্ট্রেলিয়ার দি ইউনিভার্সিটি অব সিডনী থেকে। দেশে এসে নিজে গড়ে তোলেন 'ত্রিকোন আর্কিটেক্টস' নামের একটি কনসালটেন্সি ফার্ম। ইতিমধ্যে তিনি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন ও ইন্টেরিয়র করেছেন। বর্তমানে এই স্থপতি আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক তার পাশাপাশি স্থাপত্য চর্চা করে যাচ্ছেন নিয়মিত। শাহ্ সিমেন্ট সুইম হোমে তাকে নিয়েই প্রতিবেদন লিখেছেন মোহাম্মদ তারেক।